সঠিক উত্তর হচ্ছে: নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা: ? এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। পরস্পর হল নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এর উদাহরণ। সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয়, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
? নিপাতনে সিদ্ধ সন্ধিসমূহ মনে রাখুন সহজে : ‘আশ্চর্য বিষয় একাদশ বৃহস্পতি বারে বনস্পতি ও তস্কর পরস্পর গবাক্ষ চুরি করে আসছিল। তখন নায়িকা ষোড়শী ও মনীষার অন্যান্য বান্ধবীদের সাথে দেখা করল এবং পতঞ্জলিকে ডেকে বলল, এই কুলটা নারী প্রায়শ্চিত্ত করলে দ্যুলোকে যাবে। সন্ধিবিচ্ছেদ :
? আ + চর্য = আশ্চর্য
? এক + দশ = একাদশ
? বৃহৎ + পতি = বৃহস্পতি
? বন্ + পতি = বনস্পতি
? তৎ + কর = তস্কর
? পর + পর = পরস্পর [রূপালী ব্যাংক সিনিয়র অফিসার: ১৯]
? গো + অক্ষ = গবাক্ষ
? ষট্ + দশ = ষোড়শ
? মনস্ + ঈষা = মনীষা
? পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
? কুল + অটা = কুলটা
? প্রায় + চিত্ত = প্রায়শ্চিত্ত
? দিব্ + লোক = দ্যুলোক।