সঠিক উত্তর হচ্ছে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট ১৪ টি উপন্যাস রচনা করেন। এগুলো হলঃ Rajmohan\'s Wife, কপাল্কুণ্ডলা, মৃণালিনী, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, ইন্দিরা, রজনী, চন্দ্রশেখর, আনন্দমঠ, রাজসিংহ, দেবী চৌধুরাণী। উল্লেখ্য যে, \"মৃণালিনী\" একটি ঐতিহাসিক উপন্যাস।[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]